আলহামদুল্লিাহ! প্রতিবারের মত এবারও (১৪৪৩হি./ ২০২২ইং.) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৫তম কেদ্রীয় পরীক্ষা, তানযীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা ও আলখলীল বোর্ড পরীক্ষায় আনওয়ারা বেগম মহিলা টাইটেল মাদরাসার ছাত্রীরা একটি মেধাস্থান মুমতায, ১৪টি জায়্যিদ জিদ্দান,ও অসংখ্য জায়্যিদ অর্জন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।