আমাদের শিক্ষা কার্যক্রম

আমাদের কার্যক্রম

ভর্তি : প্রতি আরবী শাওয়াল মাসের ১০ তারিখ হতে ২০ তারিখ পর্যন্ত এক যোগে সকল শ্রেণী ও বিভাগে ভর্তি কার্যক্রম চলে।

বার্ষিক নিয়মিত বিভাগসমূহ

নূরানী বিভাগ
এই বিভাগে শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি করা হয়। আরবী, বাংলা সাহিত্য, গণিত, ইংরেজী, সমাজ-বিজ্ঞান, ইতিহাস, ভ’গোলসহ বিশুদ্ধ কোনআন তিলাওয়াত এবং জীবন চলার মত মাসআলা-মাসায়িল শিক্ষা, সমাপনী পরীক্ষা এবং কিতাব বিভাগের যোগ্য করে গড়ে তোলা হয়।

কিতাব বিভাগ
খুসুসী জামাত হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত কোরআন, হাদীস, ফিক্বহ, তাফসীর, নাহু, সরফ, আরবী সাহিত্য, বাংলা সাহিত্য, গণিত, ইংরেজী, ইতিহাস, ভূগোলসহ যুগোপযোগী সিলেবাসে পাঠ দান করা হয়।

তরবিয়ত বিভাগ
লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলার সর্বাত্মক প্রচেষ্টা করা হয়।

তথ্য-প্রযুক্তি বিভাগ
শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আিিসটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

কারিগরি বিভাগ
শিক্ষার্থীদেরকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে।

মাহে রমজানের আয়োজন
নাহু-সরফ কোর্স : নির্ভূল আরবী ইবারত পড়ার উপযুক্ত করে গড়ে তুলতে আরবী ব্যাকরণভিত্তিক নাহু –সারফ শিক্ষার নির্ভরযোগ্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

এ্যারাবিক এন্ড ইংলিশ স্পোকেন কোর্স
ছাত্রীদেরকে সাবলীলভাবে আরবী ও ইংরেজীতে কথা-বার্তা বলার উপযুক্ত করে গড়ে তুলতে এ্যারাবিক এন্ড ইংলিশ স্পোকেন কোর্সের ব্যবস্থা রয়েছে।

ক্বিরাআত শিক্ষা কোর্স :
তাজবীদসহ নির্ভূল কোরআন তিলাওয়াত শিক্ষা দেয়ার জন্য মাহে রমজানভিত্তিক প্রথম জামাত হতে সনদ জামাত পর্যন্ত ক্বিরাআত শিক্ষার ব্যবস্থা।